Mysterious Death

চোপড়ায় মহিলা শ্রমিকের রহস্য মৃত্যু, ধর্ষণ করে খুনের অভিযোগ

জেলা

ছবি প্রতিকী

মহিলা শ্রমিকের রহস্যজনক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল চোপড়ার চা বাগান এলাকায়। শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি চা বাগানে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হয় এক মহিলার দেহ। জানা গেছে মৃতার বাড়ি ওই চা বাগান এলাকায়।
চা বাগানের অন্যান্য শ্রমিকরা এদিন সকালে কাজে বেরিয়ে ওই দৃশ্য দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই খবর দেয় চোপড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতার হাত পা বাঁধা ছিল এবং গলায় কাপড় দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেহ চা গাছের সাথে ঝুলানো ছিল। এমন অবস্থায় তাঁর দেহ উদ্ধার হওয়ায় ধর্ষণের পর খুন নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে স্থানীয়দের সন্দেহ ওই মহিলা শ্রমিককে ধর্ষণের পর খুন করা হয়েছে। 
মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় ঘটনাস্থলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে একাধিক প্রশ্ন উঠে এসেছে। ওই মহিলার মৃত্যুর পেছনে যৌন হেনস্থার ঘটনা রয়েছে কিনা, নাকি এটি নিছক পারিবারিক বিবাদের ফল সেই দিকেই নজর দিচ্ছে তদন্তকারীরা। ইতিমধ্যেই মৃতার ভাগ্নি জামাই অমিত মুন্ডার বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ফলে ঘটনায় পারিবারিক কলহের দিকটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।
চোপড়া থানার এক আধিকারিক জানান, ‘‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সঠিক মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’’

Comments :0

Login to leave a comment