কলকাতার আনন্দপুরে আগুন। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৩টি ইঞ্জিন। আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানার গুদামে লাগে আগুন।
শনিবার দুপুরে এই কারখানার গুদামে আগুন লাগে। ঘন জনবসতি এই এলাকায়। আশেপাশে যাতে আগুন ছড়িয়ে যাতে না পড়ে তার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এলাকায় বাড়িঘর একেবারে গায়ে গায়ে। ফলে দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়েছে। হোস পাইপ দিয়ে জল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
এই এলাকা কলকাতা কর্পোরেশনের ১০৮ নম্বর ওয়ার্ডে, ইস্টার্ন বাইপাসের ধারে।
Fire Anandapur
আনন্দপুরে ঘন বসতি এলাকায় আগুন

×
Comments :0