Calcutta football League

প্রত্যাবর্তনের আশা জাগিয়েও মোহনবাগানের অভিজ্ঞতার কাছে হার বিএসএসের

খেলা

নৈহাটিতে বিএসএসকে ৪-২ গোলে পরাস্ত করল মোহনবাগান।প্রথমার্ধে ম্যাচে নিজেদের দখলে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের চমকে দেয় বিএসএস। ম্যাচে সমতা ফেরায় তারা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে গোল করেন রোমিন গোলদার। ১ মিনিটের মাথাতেই দ্বিতীয় গোল করে ম্যাচের সমতা ফেরান বিএসএসের তুহিন পোরে। ৫২ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন শিবম মুন্ডা। ফের এগিয়ে যায় মোহনবাগান। ৫৮ মিনিটে দলকে ফের এগিয়ে দেওয়ার সহজ সুযোগ মিস করেন মিস করেন করণ রাই। ৬১ মিনিটে সুন্দর একটি গোল করে দলকে এগিয়ে দিলেন মোহনবাগানের পরিবর্ত হিসেবে নামা আদিত্য অধিকারী। আদিত্য নামার পরই মোহনবাগানের ডান দিকটা সচল হতে থাকে। স্কিলফুল ফুটবলে মাঠে সকলেরই মন জয় করেছিলেন আদিত্য। আক্রমণের পর আক্রমণ করতে থাকেলও গোল মিসের মহড়াও ছিলতে থাকলেও তাদের পুরো দ্বিতীয়ার্ধ জুড়েই। অসংখ্য গোল মিস করার পর করন রাই দলের হয়ে পঞ্চম গোলটি করেন। ৫-২ গোলের বড় ব্যবধানে জিতল মোহনবাগান।

Comments :0

Login to leave a comment