টি-২০ বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে তাঁর সম্পূর্ণ মনোযোগ থাকবে বলে জানিয়েছেন। চলতি বছরের শেষেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আবার মাঠে ফিরবেন।
৩৫ বছর বয়সী কেন উইলিয়ামসন ২০১১ সালে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হওয়ার পর থেকে ৯৩ ম্যাচে ২৫৭৫ রান করেছেন, গড় ৩৩.৪৪। অর্ধশতরান ১৮টি। সর্বোচ্চ ৯৫ রান। ৭৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। দুটি বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০২১ টি-২০ বিশ্বকাপে ফাইনাল খেলেছেন। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড দুটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল(২০১৬ এবং ২০২২) এবং একটি ফাইনাল (২০২১) জিতেছে।
উইলিয়ামসন এক বিবৃতিতে বলেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের হয়ে টি২০-তে অংশ নিতে পেরে দুর্দান্ত বোধ করেছি। “এই ফরম্যাটে অনেক সুন্দর স্মৃতি আছে। এই স্মৃতি এবং অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। তবে এখন আমার এবং দলের জন্য এটাই সঠিক সময়। সামনে টি-২০ বিশ্বকাপ। দলকে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়ার দরকার। আমাদের তরুণরা তারজ্য দারুণ প্রস্তুত।’’
Kane Williamson
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন
×
Comments :0