Weather

উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা নেই, বর্ষা বিদায়ের সম্ভাবনা আগামী সপ্তাহে

রাজ্য কলকাতা

বিহার ও সংলগ্ল ঝাড়খণ্ডের উপর এক ঘূর্ণাবর্ত অবস্থানের জন্য অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণের বেশ কিছু জেলায় মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হওয়া অফিস। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা জন্য বর্ষা বিদায়ে বিলন্ব হচ্ছিল। কিন্তু আগামী সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। ১৫ অক্টোবরে পর পশ্চিমবঙ্গ থেকেও বর্ষার বিদায় শুরু হবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তবে দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। স্থানীয়ভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী জেলা গুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ও বৃহস্পতিবারও হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়ার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিহতে পারে।

শুক্র ও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। বিক্ষিপ্ত ভাবে কিছু জেলায় কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই থাকবে না। আশঙ্কা করা হচ্ছে এই সময়ের পর বঙ্গ থেকে বর্ষা বিদায়ের হতে পারে।  

Comments :0

Login to leave a comment