জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে হিন্দু পক্ষকে প্রার্থনা করার বারাণসী আদালতের অনুমতিকে চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ চেয়ে এলাহাবাদ কোর্টে গেছিল মসজিদ কমিটি। সেই আবেদনকে শুক্রবার খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট।
বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ অ্যাডভোকেট জেনারেলকে জ্ঞানবাপী মসজিদ চত্বরের ভিতরে ও বাইরে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
এর আগে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্ট পুজো করার জন্য জেলা বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। তখন মসজিদ কমিটিকে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হতে বলা হয়।
আদালত জ্ঞানবাপী মসজিদের মসজিদ ইন্তেজামিয়া কমিটিকে ১৭ জানুয়ারির আদেশকে চ্যালেঞ্জ করার জন্য তার আবেদনগুলি সংশোধন করার জন্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে, যার ফলস্বরূপ ৩১ জানুয়ারির আদেশ জারি করা হয়েছিল।
Gyanvapi case
জ্ঞানবাপী মামলা: মসজিদেই চলবে পুজো, বলল আদালত
×
Comments :0