আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে ১২টি রাজ্যের ৯৪টি আসনে তৃতীয় দফার লোকসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া।
রাষ্ট্রপতির পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ জারির পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, ১৯ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।
তৃতীয় দফায় অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল আসাম, বিহার, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, গোয়া, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য সাত দফার ভোটগ্রহণ ১৯ এপ্রিল শুরু হয়ে ১ জুন শেষ হবে। ভোট গণনা হবে ৪ জুন।
General Election 2024
লোকসভা নির্বাচনের তৃতীয় দফার মনোনয়ন প্রক্রিয়া শুরু
×
Comments :0