North Bengal Floods

ধূপগুড়ির দুর্গতদের পাশে মহিলা সমিতি

রাজ্য জেলা

ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলবাড়ি এলাকা বর্তমানে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ায় বহু পরিবার আশ্রয়হীন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির সদস্যারা।
বৃহস্পতিবার, মহিলা সমিতির জেলা সম্পাদিকা রীনা সরকার, পিয়ালী গুহ রায়, মমতা রায়, লক্ষ্মী রানী রায়, সুদেবী পাল-সহ অন্যান্য মহিলা নেতৃত্বরা বন্যাদূর্গত হোগলবাড়ি এলাকায় পৌঁছান। তাঁরা সেখানে ত্রাণসামগ্রী বিতরণ করেন। দুর্গত পরিবারগুলির হাতে শুকনো খাবার, দুধ, স্যানিটারি ন্যাপকিন প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিলির পাশাপাশি তাঁরা দুর্গত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুরবস্থা ও প্রশাসনিক অব্যবস্থার কথা শোনেন। এলাকা ঘুরে দেখে মহিলা নেতৃত্বরা জানান, বহু মানুষ এখনও পর্যন্ত সরকারি সাহায্য পাননি, অনেকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এই মানবিক বিপর্যয়ে সরকারের উদাসীনতায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জেলা সম্পাদিকা রীনা সরকার বলেন, ‘‘বন্যায় শুধু ঘরবাড়ি নয়, মানুষের মনও ভেঙে পড়েছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা মহিলা সমিতির পক্ষ থেকে যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করছি।’’

Comments :0

Login to leave a comment