আজ ২২ ফেব্রুয়ারি। ২০০০ সালের আজকের দিনে যুবভারতীতে জিতেছিল মোহনবাগান। আইলিগে তারা হারিয়েছিল ডেম্পোকে। ব্যারেটোর পাস থেকে গোল করেছিলেন ইগর। সেই বছর বাগানের জাতীয় লিগ এসেছিল মূলত ইগর এবং ব্যারেটোর হাত ধরেই। উজবেকিস্তানের এ স্ট্রাইকারটি তখন সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি ছিল। দূর্ধর্ষ ডেম্পোকে ঘরের মাঠে হারিয়েই লিগ জয়ের পথে একধাপ এগিয়েছিল মোহনবাগান।
তখনকার এবং এখনকার মোহনবাগান দলের এক বাজেট ছাড়া আর বিশেষ কোনো পার্থক্য নেই। আইএসএলেও পর পর দুইবার শিল্ড জয়ের দিকে এগোচ্ছে । রবিবার যুবভারতীতে ওড়িশাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। তবে তার আগে শনিবারের গোয়া কেরালা ম্যাচটিও বিশেষ গুরুত্বপূর্ণ। গোয়া ম্যাচটি হেরে গেলেই শনিবারই চ্যাম্পিয়ন হয়ে যাবে গঙ্গাপাড়ের ক্লাব।
Comments :0