ISRAEL PALESTINE CONFLICT

অক্সিজেনের অভাবে গাজার হাসপাতালে মৃত ৮

আন্তর্জাতিক

প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের একটি হাসপাতালে কয়েকদিনের বিদ্যুৎ বিভ্রাট ও অক্সিজেন সরবরাহের ঘাটতির কারণে আটজন রোগী মারা গেছেন।
সোমবার ১৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, শয্যাশায়ী রোগী ও চিকিৎসা কর্মীদের মুক্তির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসপাতাল থেকে ইজরায়েলি সামরিক ট্রাকে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল।
এর আগে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানায়, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের দক্ষিণাঞ্চলীয় দেওয়াল ভেঙে ফেলার পর ইজরায়েলি বাহিনী হামলা চালায়।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি সেনাবাহিনী নাসের মেডিকেল কমপ্লেক্সকে একটি ‘সামরিক ব্যারাকে’ পরিণত করেছে, যার ফলে ভেতরে থাকা রোগী ও চিকিৎসা কর্মীদের জীবন বিপন্ন হচ্ছে।

মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ জন স্বাস্থ্যকর্মী এবং ১৩৬ জন রোগী এখনও হাসপাতালে ‘বিদ্যুৎ, জল, খাবার, অক্সিজেন বা গুরুতর আক্রান্তদের জন্য পর্যাপ্ত চিকিৎসার সক্ষমতা’ ছাড়াই হাসপাতালে রয়েছেন।

Comments :0

Login to leave a comment