POETRY | ANJU BANU | ALBERT EINSTEIN | MUKTADHARA | 2025 MARCH 15

কবিতা | আনজু বানু | যাঁরা আলো হয়ে যান | মুক্তধারা | ২০২৫ মার্চ ১৫

সাহিত্যের পাতা

POETRY  ANJU BANU  ALBERT EINSTEIN  MUKTADHARA  2025 MARCH 15

কবিতা | মুক্তধারা

যাঁরা আলো হয়ে যান
আনজু বানু

প্রতিটি ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া তো আগেও‌ ছিল তবু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে না দিলে বোঝেনি কেউ।
যেমন ইঁটের বদলে পাটকেল।

টাইম ছিল স্পেসও ছিল
কিন্তু এমন ভাবে শূন্য স্থান‌ পূরণ করতে আগে কখনও পেরেছে কেউ?
তাই একদল যায় একদল আসে 
যখন মাতৃভূমি চলে যায় দূর্নীতির গ্রাসে।
আলবার্ট চেনে বাঁধা টাইমমেসিন বলছে এইবার কিছু বদলের সময় এসেছে।
তাই তো প্রতিভার চির 
চিত্র অঙ্কিত মানব মনীষে
চিত্রের উন্মেষ
জাগিয়ে তুলেছে কিছু মানুষের বিবেক।

Comments :0

Login to leave a comment