কবিতা | মুক্তধারা
সব মা দিচ্ছে পাহারা
বিদ্যুৎ রাজগুরু
তুমি নাকি ঝানু গুপ্তচর
সব কিছু বলে দাও সাথে সাথে?
কোথায় কেন পড়েছে বোমা?
কাটা লাশ কেন রেলপথে?
ঘুমপাড়ানির গান গাও
লক্ষ টাকার ঝুলিতে
সত্যও লাশ হয় অনায়াসে
তোমার ঠোঁটের বুলিতে।
সাদা রক্তাক্ত দাঁতের ফাঁকে
বিষাক্ত হূল যখন ফুল হয়ে যায়
এক বন ভয় তখন ডাকে আয় আয়।
ঝলসে যাওয়া ঘাসের ডগা যাচ্ছে শুকিয়ে
স্বজনহারা কাঁদছে মাটিতে ফুঁপিয়ে ফুঁপিয়ে।
মানুষ গড়ার কারিগরের অভিশাপে
স্বৈরাচারের মুকুট থরথর কাঁপে।
আজ কিংবা কাল থেকে
সব মা কিন্তু দিচ্ছে পাহারা
দাঁড়িয়ে চৌকাঠে
খড়্গ হাতে।
Comments :0