POETRY / GOURI SENGUPTA / AMAR MARAMIYA / MUKTADHARA / KABIPASHA - 19 MAY 2025 / 3rd YEAR

কবিতা / গৌরী সেনগুপ্ত / আমার মরমিয়া / মুক্তধারা / কবিপক্ষ - ১৯ মে ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  GOURI SENGUPTA  AMAR MARAMIYA  MUKTADHARA  KABIPASHA - 19 MAY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

আমার মরমিয়া
 

গৌরী সেনগুপ্ত

কবিপক্ষ - ১৯ মে ২০২৫ / বর্ষ ৩

বৈশাখী অভিজ্ঞান ভাসে রবীন্দ্রপ্লাবন
জ্যৈষ্ঠের মহাকাল বিদ্রোহী প্রতিভা
দুই বৃন্তে ফুটে ওঠা ফুল 
সে তো  আমার বাংলার জাগরণ ।

ভরাট গর্ভ থেকে জাগছে  সুরধনী
সবুজ খেতের বুকে ভ্রূণ উৎসব
মায়ের আঁচল হয়ে ঢেকে দেয় মেঘ
যখন মল্লারে গাইবে সেই শাওন ঈশানী ।

মাইল  মাইল এই প্রিয় ভালোবাসা 
আমার স্বদেশ আর আমার স্বাধীনতা
আমার জীবনানন্দ এ বাংলার মুখ
একদৃষ্টে বসে দেখি চাতক প্রত্যাশা ।

ঊষা আর সবিতা মাঝে কাস্তের শ্রম
ভেজা বাতাসে মজা ধারালো আবেগ
সব কথাকলি ভাসে মরমিয়া হয়ে
আমার মায়ের মুখে সে যে বড়ো মনোরম ।

খরার শিকড় ভেঙে নেমে এসো বৃষ্টির মালা
সৃষ্টির অণ্বেষা বোনে ধানেরই ভাষা
সূর্যাস্তের লালে এসো অগস্ত্য পিপাসা
ঐক্য – বাক্য – মাণিক্য----
ঝম্‌ঝম্‌ বেজে ওঠে প্রিয় শব্দমালা ।

 

Comments :0

Login to leave a comment