কবিতা | মুক্তধারা
সামান্য পরামর্শ
প্রদীপ দাস
সাথী,
পথক্লান্ত হলে
একটু জিরিয়ে নিন,
আবার হাঁটতে থাকুন......
মানুষ কে মানুষ
ভাবতে শিখুন।
হাতে হাতে তুলে দিন
ফুলের আগুন ...
দিবাশেষে রক্তিম রেখা
দিগন্ত ছুঁয়ে যাবেই
এই বিশ্বাসটুকু
না হারিয়ে,
সামনের দিকে এগিয়ে চলুন ...
Comments :0