POETRY | PRADIP KUMAR CHAKRABORTY | FALGUNE PALASH | MUKTADHARA | 2025 MARCH 20

কবিতা | প্রদীপ কুমার চক্রবর্তী | প্রিয় ফাল্গুনে পলাশ কথায় | মুক্তধারা | ২০২৫ মার্চ ২০

সাহিত্যের পাতা

POETRY  PRADIP KUMAR CHAKRABORTY  FALGUNE PALASH  MUKTADHARA  2025 MARCH 20

কবিতা | মুক্তধারা

প্রিয় ফাল্গুনে পলাশ কথায়

প্রদীপ কুমার চক্রবর্তী 

 

এই সংসার ভরা পরিবার 
রূপসী পলাশের মুগ্ধ 
কত উন্মনে শুভ চিন্তনে 
নয়ন আলোকে হিন্দোল,
ছায়া চন্দ্রিমা লোভে মধুরিমা 
মাধবীলতায় লুব্ধ
পড়ে ঘন শ্বাস কত বিন্যাস
প্রেম সিঞ্চনে কল্লোল।

প্রাণ গীতিকা প্রিয় সাধিকা 
খুঁজিছে বিপুল লাস্যে 
পীত শোভিতা দেখি শায়িতা 
কুসুম বিলাসী সচেতন,
প্রিয় ফাল্গুনে জ্বলা আগুনে 
শিমুল নাচিয়ে হাসিয়ে
দূরে মন্দার কাঁধে গুরুভার 
ফোটা আঁখি কত অগণন ।

রাঙা শিমুলে ছলে কৌশলে 
 সুখি অনুরাগ কত রঙিন 
শুনি কুহু বোল মনে উতরল
নব প্রেমহার বসন্ত গায় 
দূরে যমুনায় ছোট তরী বায় 
মধু লালিমায় অন্তহীন 
রাধাকৃষ্ণের অমলিন প্রেম 
দীপ্ত হয়েছে পূর্ণিমায় ।

আজ দোল উৎসব হাসি কলরব 
ওড়া আবীরে রঙের মেলা 
অন্তর মনে রঙিন যাপনে 
পাই বসন্ত ধূপ গন্ধ,
উষ্ণতা আজ উত্তাল প্রেমে 
রচে বিচিত্র রাগের খেলা 
দোলা পার্বণে পূর্ণিমা নিশি
দেখি জীবনে মধুর ছন্দ ।

 

Comments :0

Login to leave a comment