POETRY | SAYKAT KUNDU | GANATANTER LASH | MUKTADHARA — 2025 JANUARY 21

কবিতা | সৈকত কুতু | গণতন্ত্রের লাশ — মুক্তধারা — ২০২৫ জানুয়ারি ২১

সাহিত্যের পাতা

POETRY  SAYKAT KUNDU  GANATANTER LASH  MUKTADHARA  2025 JANUARY 21

কবিতা | মুক্তধারা

গণতন্ত্রের লাশ

সৈকত কুতু

গণতন্ত্রের লাশের উপর 

সৌধ বানায় ডেমোক্রেসি 

এতোদিন তো চুপই ছিলে 

দুঃশাসনের দুষ্ট পেশী।

 

আবার তুমি উস্কে দিলে 

বললে বাছা আয় এখুনি 

আর কতোটা রক্ত পেলে 

তৃপ্তি তোমার আসবে শুনি।

 

লেলিয়ে দিলে কাদের তুমি 

তারাও তো সব বেকার ছেলে 

মদের নেশা কদিন থাকে 

সত্যিকারের সুদিন পেলে।

 

ওরাওতো সব বন্ধু আমার 

যারা এখন মারছে লাঠি 

ভিক্ষা দিয়ে মগজ ধোলাই ব

ন্ধ হবে বুঝবে খাঁটি।

 

সেদিন তুমি পার পাবেনা 

নবান্নতে লুকিয়ে গেলে 

কারণ ওরাও খুঁজবে তোমায়

ওরাওতো সব বেকার ছেলে।

 

সেদিন তোমার বিচার হবে 

জনগণের বিচার সভায় 

দেখবো তখন কোন উন্নয়ন 

ঘুষের নোটে পাশে দাঁড়ায়।

 

{ad

Comments :0

Login to leave a comment