POETRY | SOUMITRA SHANKAR ROYCHOWDHARY — 18 DAYS WAR | MUKTADHARA — 2025 JANUARY 11

কবিতা | সৌমিত্র শংকর রায়চৌধুরী — আঠেরো দিনের যুদ্ধ — মুক্তধারা | ২০২৫ জানুয়ারি ১১

সাহিত্যের পাতা

POETRY  SOUMITRA SHANKAR ROYCHOWDHARY  18 DAYS WAR  MUKTADHARA  2025 JANUARY 11

কবিতা | মুক্তধারা 

আঠেরো দিনের যুদ্ধ 

সৌমিত্র শংকর রায়চৌধুরী 

আঠেরো দিনের যুদ্ধ শেষ,
কোলহারা জননীর কান্না
মেশে প্রিয়ার আর্তরবে,
রণজয়ীর অন্তর ছায়
বিস্বাদ ক্লান্তির ছোবলে,
সূর্যের ভোর,শান্ত গোধূলি
কাঁদে হননের মনস্তাপে,
পিপাসু জীবনের রন্ধ্রে
গুন্ঠিত শান্তি কাঁপে ত্রাসে,
সরিয়ে ওড়না চরাচরে
এসো প্রশান্তি দীর্ণ শিরায়,
হও ব্যাপ্ত এ মহানিখিলে।

Comments :0

Login to leave a comment