NBA Purba Medinipur

‘বহুত্ববাদকে অস্বীকার করছে সরকার’, বুক স্টল উদ্বোধন করে শ্রীদীপ ভট্টাচার্য

জেলা

এনবিএ পূর্ব মেদিনীপুর জেলা শাখার স্থায়ী স্টলের উদ্বোধন হল বৃহস্পতিবার। কুলবেড়িয়ায় সিপিআই(এম) জেলা কেন্দ্র কমরেড সুকুমার সেনগুপ্ত ভবনে এই স্টলের উদ্বোধন করেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। 
ভট্টাচার্য বলেন, "ভারত বৈচিত্র্যপূর্ণ দেশ। গৌরবজনক ইতিহাস আছে। সাড়ে সাতশো ভাষা ও বহু জাতি জনজাতির বসবাস এই দেশে। বহুত্ববাদ ভিত্তি এই দেশের। অংশগ্রহণমূলক সভ্যতায় বিশ্বাস করে দেশের মানুষ। এদেশের সভ্যতা কাউকে বর্জন করার কথা বলে না। অথচ দেশের সরকার সেই বহুত্ববাদকে অস্বীকার করছে। আঘাত করা হচ্ছে বৈচিত্র্য, ভাষার উপর।" 
তিনি বলেন "দেশের এই মর্মবস্তুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই সর্বনাশা আক্রমণকে প্রতিহত করতে ভারতের মর্মবস্তুকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে। এই বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার পথ মার্কসবাদ লেনিনবাদকে আত্মস্থ করা। বুঝতে হবে দুনিয়াটা মেহনতি মানুষের। সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই মেহনতি মানুষই করছে।"
অনুষ্ঠানে ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা ও প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান, পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, হিমাংশু দাস, ইব্রাহিম আলি, সাহিত্যিক অমৃত মাইতি প্রমুখ।

Comments :0

Login to leave a comment