কবিতা | মুক্তধারা
দোলের আনন্দে
সুব্রত চৌধুরী
কী আনন্দ ! কী আনন্দ !
দোলের খুশে পড়ে সাড়া
জেগে ওঠে গলি, পাড়া ।
কী আনন্দ ! কী আনন্দ !
যাই ভুলে সব দলাদলি
করি সবাই গলাগলি।
কী আনন্দ ! কী আনন্দ !
দোলের গানে দারুন ছন্দ
বেলুন হাতে ছোটে নন্দ ।
কী আনন্দ ! কী আনন্দ !
বুকের মাঝে বাজে মাদল
যায় খুলে যায় মনের আগল।
কী আনন্দ ! কী আনন্দ !
ফাগের রংয়ে রংগীন গালে
হাওয়া লাগে খুশির পালে।
Comments :0