Plane Crashes in Kazakhstan

কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক

৭০ জনের বেশি যাত্রী নিয়ে কাজাখস্তানের আকতাউ শহরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানটিতে থাকা ছয়জন যাত্রী বেঁচে গেছেন এবং বাকিদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালেই এই দুর্ঘটনা ঘটেছে। কাজাখস্তানের জরুরী মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী,  বিমানে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন, ছয়জন দুর্ঘটনায় বেঁচে গেছেন। খারাপ আবহাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
জারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়ার চেচনিয়ার বাকু থেকে গ্রোজনি যাচ্ছিল। কুয়াশার কারণে সেটিকে আবার রুট পরিবর্তন করা হয়।  রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে আপৎকালীন অবতরণের জন্য আবেদন করা হয়েছিল।
কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত জীবিত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা গেছে। আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে।

 

Comments :0

Login to leave a comment