তিলোত্তমা ধর্ষণ-হত্যা মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে সিবিআই’র ব্যর্থতা এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে সিবিআই-কে রাজ্য সরকারের অনুমতি না দেওয়ার প্রতিবাদে
সোমবার সন্ধ্যায় ছাত্র যুব মহিলাদের ডাকে মিছিল জলপাইগুড়ি শহরের একাংশ পরিক্রমা করে।
ডিবিসি রোডের জেলা দপ্তর থেকে মিছিলটি বের হয়ে কামারপাড়া হয়ে উকিলপাড়া মোড় ঘুরে কদমতলা মোড়ে এসে মোদী মমতার কুশপুত্তলিকা দাহ করে।
মিছিলে স্লোগান ওঠে, ‘তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না।’ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব নেতা প্রদীপ দে, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক সুভায়ু পাল, মহিলা নেত্রী পিয়ালী গুহ রায়, ছাত্রনেতা অর্ণব সরকার সহ অন্যান্য ছাত্র যুব মহিলা নেতৃবৃন্দ।
Jalpaiguri Protest
চিকিৎসক ধর্ষণ খুনে বিচারের দাবিতে মিছিল জলপাইগুড়িতে
×
Comments :0