Madhyamik Result

মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম পুষ্পিতা

রাজ্য

মাধ্যমিকে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে পুস্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্মেন্ট স্কুল, ইলমবাজার। নৈরিত রঞ্জন পাল, দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।
মেয়েদের মধ্যে রাজ্য প্রথম হয়েছেন পুষ্পিতা। তার প্রাপ্ত নম্বর ৬৯১।পুষ্পিতা বলে, "প্রায় ১০ ঘন্টা পড়াশোনা করতাম৷ ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যথেষ্ট সহযোগীতা করেছেন৷ আমার অন্য কোন প্রাইভেট শিক্ষক ছিল না৷ তাই মকটেস্ট নিয়ে নিয়ে স্কুলের শিক্ষকেরাই পড়িয়েছেন৷ আজ খুব আনন্দ হচ্ছে৷ সবাই খুব খুশি৷" এদিন কৃতি ছাত্রীর বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে এসএফআই-ডিওয়াইএফআইয়ের  পক্ষ থেকে।

উদয়ন প্রসাদ সিপিআই (এম) দক্ষিণ দিনাজপুর জেলা দপ্তরের সর্বক্ষণের কর্মী উমেশ প্রসাদের ছেলে। ২২ এপ্রিল জন্ম হয়েছিল বলে তার ডাকনাম লেনিন।

Comments :0

Login to leave a comment