দীপশুভ্র সান্যাল: জলপাইগুড়ি
জলমগ্ন জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অংশ। রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের নিচু এলাকায়। শনিবার রাতে বজ্র বিদ্যুৎ সহ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একরাতে ১৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা এই বছর রেকর্ড বৃষ্টি জলপাইগুড়ি তে। জলপাইগুড়ি শহরের মহামায়া পাড়া,পান্ডা পাড়া, স্টেশান রোড সহ একাধিক ওয়ার্ডে জল দাড়িয়ে পড়ায় সমস্যায় বাসিন্দারা। ক্লাব রোডে গাছ ভেঙে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, ও যাতায়াত ব্যাবস্থা। জল বাড়ছে তিস্তা,করলা, জলঢাকার। নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগর উত্তর সুকান্তনগর সেনপাড়া নিচু অংশে জল ঢুকেছে প্লাবিত হয়েছে সদর ব্লকের তিস্তা পাড়ের হরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগরের মিষ্টি এলাকা এলাকায় এসডিও জলপাইগুড়ির নেতৃত্বে এন ডি আরএফ এর টিম উদ্ধার কাজে নেমে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন।
অন্যদিকে শনিবার রাত থেকেই শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। শনিবার রাতে কার্নিভাল শেষ হবার পরই হঠাৎই ইরিগেশন দপ্তরের একটি বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে পড়ে ক্লাব রোড এলাকায়। ফলে হাই টেনশন তার সহ অন্যান্য বিদ্যুতের তার সিসি ক্যামেরা সব ভেঙে নষ্ট হয়ে যায়। জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায় পড়ে যাওয়া গাছ কেটে সরাতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বাসিন্দাদের। জল বাড়ছে শহরের করলা নদীতেও জেলা প্রশাসনের তরফে তিস্তা, করলার পারে নিচু এলাকায় বাসিন্দাদের উঁচু জায়গায় উঠে আসতে বলা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুধু জলপাইগুড়ি জেলার তিস্তা পাড়ের নিচু এলাকাই নয়, প্লাবিত হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় মালবাজার ব্লকের মেটালি ব্লকের মাথা চুলকায় এলাকায়। নেওড়া নদীর জল শনিবার ভোর থেকে বামনী বনবস্তি এলাকায় ঢুকতে শুরু করে। তড়িঘড়ি গ্রামে জল বাড়ছে দেখে গ্রামবাসীরা উঁচু জায়গায় চলে যান। বেশকিছু গবাদি পশু ও মুরগি জলের তোড়ে তলিয়ে যায়। খবর পাওয়া মাত্র সিআইটিইউ’র অন্তর্গত বন শ্রমীক ইউনিয়নের তরফে সমীর ঘোষের নেতৃত্বে মতলু উড়িয়া, রাতনি ওড়াও, সৌরভ ঘোষ অন্যান্য নেতৃবৃন্দ বন বস্তিবাসীদের শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়ার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, চারের বাড়ি, রামশাই এর বন্যা কবলিত মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। এলাকায় পৌঁছে অসহায় মানুষের সহযোগীতা করেন সিপিআই(এম) জেলা নেতৃত্ব কৌশিক ভট্টাচার্য, প্রভাকর সরকার, অরিন্দম ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Rain in Jalpaiguri
বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত জলপাইগুড়িতে

×
Comments :0