Rajasthan hospital

রাজস্থানের হাসপাতালে আগুন মৃত ৬

জাতীয়

রবিবার গভীর রাতে রাজস্থানের জয়পুরের সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে অগ্নিকাণ্ডে ছয়জন গুরুতর রোগীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ট্রমা সেন্টারের ইনচার্জ ডাঃ অনুরাগ ধাকাড বলেন, স্টোরেজ এলাকায় আগুন লাগার সময় নিউরো আইসিইউতে ১১ জন রোগীর চিকিৎসা চলছিল, অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে , নিহতরা হলেন সিকারের পিন্টু, জয়পুরের দিলীপ এবং বাহাদুর, শ্রীনাথ, রুক্মিণী, খুরমা - সকলেই ভরতপুরের বাসিন্দা। নিহতদের মধ্যে দুইজন মহিলা এবং চারজন পুরুষ। আরও ১৪ জন রোগীকে একটি ভিন্ন আইসিইউতে ভর্তি করা হয়েছে।‌ 
হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে জানিয়েছে 
আগুন লাগার পর ভবনে বিশৃঙ্খলা দেখা দেয়। কালো ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে।  রোগী এবং তাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কিছু নথিপত্র, আইসিইউ সরঞ্জাম এবং চিকিৎসা সরঞ্জাম পুড়ে যায়। হাসপাতালের কর্মী এবং কতৃপক্ষ রোগীদের ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নেন। দমকলকর্মীরা প্রায় দুই ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে হিন্দিতে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেছেন, “রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।”

Comments :0

Login to leave a comment