পানিহাটির অমরাবতীর মাঠ এবং সোদপুর ঠাকুর কর্নার মাঠকে জমি হাঙরদের থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে শুরু হলো আন্দোলন।
মাঠ দু’টি রক্ষার দাবিতে বুধবার অমরাবতী মাঠ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উড়ালপুল পার হয়ে স্টেশন রোড দিয়ে সোদপুর ঠাকুর কর্ণার পর্যন্ত আসে। মিছিলের শুরুতে অমরাবতী মাঠে এবং শেষে বিটি রোড এবং ঠাকুর কর্নারের পাশে প্রতিবাদী সভা হয়।
সোদপুর ঠাকুর কর্নার মাঠ নিয়ে পূর্বতন বামফ্রন্ট পরিচালিত পৌর বোর্ডের মেয়াদে পৌরসভা, পানিহাটি বই মেলা কমিটি এবং মালিকপক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছিল। চুক্তিতে নির্দিষ্ট ভাবে স্থির হয়েছিল ৪০ হাজার স্কোয়ার ফিট জমি পানিহাটি বইমেলা কমিটিকে দেওয়া হবে।
অপরদিকে অমরাবতীর মাঠ একটি ট্রাস্টের আওতায় আছে। এখানে ৮৪ বিঘার উপরে জমি আছে। বহু ঐতিহ্যমন্ডিত সামাজিক অনুষ্ঠান এবং সমাবেশের স্থান পানিহাটি অমরাবতী মাঠকে পানিহাটির ফুসফুস বলা হয়। অভিযোগ, এখন তৃণমূল পরিচালিত পৌরসভার মাধ্যমে অমরাবতী মাঠের সবটাই জমি হাঙরদের খপ্পরে চলে যাচ্ছে।
প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেত্রী গার্গী চ্যাটার্জি, পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী, সিপিআই(এম) নেতা অনির্বাণ ভট্টাচার্য। সভাপতিত্ব করেন শুভব্রত চক্রবর্তী ।
গার্গী চ্যাটার্জি বলেন, ‘‘দলমত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসতে হবে এই আন্দোলনে। মুখ্যমন্ত্রীর পরিবার বেআইনি জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত। সেই কারণেই সারা রাজ্যে সর্বত্র জমির চরিত্র বদল করে, পরিবেশ ধ্বংস করে জমি বিক্রি, বন্ধ কারখানার জমি বিক্রি, পুকুর ভরাট করে বিক্রি, সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে বেআইনিভাবে।’’
March to save playground
দুই মাঠ বাঁচাতে শুরু লড়াই, অমরাবতী থেকে ঠাকুর কর্নার মিছিল
×
Comments :0