আর জি কর চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। বিচার এখনো মেলেনি। শনিবার দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে সাংবাদিক সম্মেলন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি, সহ সভাপতি শিল্পা, যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ, সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য্যসহ নেতৃবৃন্দ।
এদিনের সাংবাদিক বৈঠকে 'হোয়ার ডু উই স্ট্যান্ড আফটার আরজি কর: ডিসকাসিং জেন্ডার ভায়োলেন্স অ্যান্ড জাস্টিস’ শীর্ষক পুস্তিকা প্রকাশ করে এসএফআই। এই পুস্তিকাতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ন্যাশনাল স্যাম্পল সার্ভে ইত্যাদি রিপোর্ট বিশ্লেষণ করে ভারতে মহিলাদের নিরাপত্তাহীনতা, কর্মক্ষেত্রে হেনস্থা ও যৌন নির্যাতনের বিষয় গুলি তুলে ধরা হয়েছে।
সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে ওড়িশার বালেশ্বরের এফএম কলেজ, একের পর এক ঘটনার উদাহরণ তুলে নেতৃবৃন্দ জানান, "এগুলো একক ঘটনা নয়, বিগত ১০ বছরে সরকার-পুলিশের মতো ক্ষমতাশালী বৃত্তের মদতেই সমাজে নারীদের উপর হিংসাত্মক মনোভাব বেড়ে চলেছে।" 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্প যে নারীবিদ্বেষী আরএসএস-বিজেপি’র লোকদেখানো, সে কথা তথ্য দিয়ে বলেন তাঁরা। আরজি করের ঘটনায় বিজেপি-তৃণমূল বোঝাপড়ার কারণেই সিবিআই তদন্ত ধামাচাপা দিয়ে দিল কিনা, সেই প্রশ্নও তোলেন এসএফআই নেতৃবৃন্দ।
ছাত্রীদের জন্য ক্যাম্পাসে নিরাপত্তার প্রশ্নটিকে সামনে রেখে এসএফআইয়ের তরফে নির্দিষ্ট দাবি করা হয়। ২৪/৭ হেল্পলাইন নম্বর, সামগ্রিকভাবে যৌন সচেতনতার শিক্ষা ও লিঙ্গবৈষম্য সম্বন্ধে সিলেবাস সহ বিভিন্নভাবে সচেতনতা প্রসার, বিভিন্ন সিদ্ধান্তকারী সংস্থায় নারীদের প্রতিনিধিত্ব রাখতে হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে যে এই পুস্তিকা ও দাবিপত্র বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসক ও শিক্ষাবিদদের কাছে পৌঁছে দেওয়া হবে।
SFI DELHI Abhaya
আর জি করে অপরাধী আড়াল তৃণমূল-বিজেপি বোঝাপড়ায়, বলল এসএফআই

×
Comments :0