ফের বিজেপি শাসিত ওডিশায় দলবেঁধে ধর্ষণের অভিযোগ। অফিস থেকে বাড়ি ফেরার পথে দলবেঁধে তরুনীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার চোখে স্প্রে করে দলবেধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে। আরেক একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার সুবর্ণপুর জেলায়।
অভিযোগকারী পুলিশের কাছে লিখিত অভিযোগ বলেছেন, বীরমহারাজপুরের একটি বেসরকারি শোরুমে কর্মরত ওই তরুনী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় তিনজন মুখোশপড়া যুবক তাঁর পথ আটকে দেয়। ভুবনেশ্বরের একটি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের পিছনে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার আগে তারা তরুনীর চোখে মুখে কিছু স্প্রে করে দেয়। তরুণী অচৈতন্য হয়ে পড়ে। অভিযোগ তারপর তিন যুবক তাঁকে দলবেঁধে ধর্ষণ করে। অভিযুক্তরা তাঁকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। রাতেই বাড়িতে ফিরে ঘোটা ঘটনা পরিবারকে বলেন নির্যাতিতা। তারপরে নির্যাতিতার পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
বিজেপি ওডিশায় ক্ষমতায় আসার পর থেকে ধর্ষণ, শ্লীলতাহানি সহ একের পর এক যৌন হেনস্তার ঘটনা ঘটেই চলেছে। উত্তর প্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মতো এখন প্রতিদিন ওডিশার কোনও না কোনও প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মেয়েরা। একটি ঘটনাতেও দোষীদের কোনও শাস্তি হয় না। উলটে নির্যাতিতার চরিত্র নিয়েই কাটাছেঁড়া চলে। বৃহস্পতিবারের ঘটনাতে দুজন সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাত পর্যন্ত আরেকজন অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।
বীরমহারাজপুরের এসডিও হেমন্ত রাও বলেন, ‘‘তরুনীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজন সন্দেহভাজনকে আটক করেছি। তৃতীয় অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একটি দল প্রমাণ সংগ্রহ করছে এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। অভিযুক্তরা ধর্ষণের আগে নির্যাতিতার মুখে কিছু স্প্রে করেছিল। আর তাতে জ্ঞান হারিয়ে ফেললে দলবদ্ধ ধর্ষনের শিকার হয়।’’
Gang-Raped Odisha
ফের দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওডিশায়
×
Comments :0