খসড়া ভোটার তালিকায় বাদ ৬৫ লক্ষের তালিকা আপলোড করতে নির্বাচন কমিশনকে। নাম খোঁজার ব্যবস্থা বা ‘সার্চেবল ফরম্যাট’-এ দিতে হবে নামের এই তালিকা।
বিহারের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর মামলার নির্দেশে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে একথা বলেছে সুপ্রিম কোর্ট।
আবেদনকারীদের দাবি মেনে শীর্ষ আদালত বলেছে, প্রত্যেকের নাম বাদ যাওয়ার কারণও জানাতে হবে।
৬৫ লক্ষের মধ্যে ২২ লক্ষের নাম বাদ গিয়েছে তাঁরা মৃত বলে, এই যুক্তি দিয়েছিল নির্বাচন কমিশন। এদিন নির্দেশের সময় বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তুলেছেন, মৃত হওয়ায় নাম বাদ গেলে বুথ স্তরে তা জানানো হচ্ছে না কেন? রাজনৈতিক দলের কাছে যেতে হবে কেন নাগরিককে? আমরা চাই না কোনও নাগরিকের অধিকার রাজনৈতিক দলের ওপর নির্ভর করুক।
উল্লেখ্য, কমিশন দাবি করেছিল যে তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছে।
বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর নির্দেশ, ২০২৫’র জানুয়ারিতে যে তালিকা ছিল তা থেকে ৬৫ লক্ষের নাম বাদ গিয়েছে এসআইআর’র খসড়ায়। এই নামের তালিকা জেলা স্তরে কমিশনের ওয়েবসাইটেও দিতে হবে।
SIR Supreme Court
৬৫ লক্ষের নাম দিতে হবে কমিশনকে, বিহার ভোটার তালিকা মামলায় সুপ্রিম কোর্ট

×
Comments :0