Panskura Rape

পাঁশকুড়ার হাসপাতালে ধর্ষণে অভিযুক্ত জেল খেটেছিল আগেও, বিক্ষোভ বামফ্রন্টের

জেলা

পাঁশকুড়ায় বিক্ষোভ বামফ্রন্টের। ছবি: রামশঙ্কর চক্রবর্তী।

নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত জাহির আব্বাস কী করে কাজ করছিল হাসপাতালের ভেতর। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগের পর বুধবার জোরালো হয়েছে সে প্রশ্ন। অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলের অত্যন্ত ঘনিষ্ঠ এই জাহির আব্বাস খান। 
১৫ বছর আগে গ্রেপ্তার হয়েছিল এই জাহির। ২২ দিনের জেল হয় তার। সেবার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। হাসপাতালের এক মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। হাসপাতালের একটি সংস্থার অধীনে কর্মরত ওই মহিলা স্বাস্থ্যকর্মী। সেই সংস্থারই ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস। 
অভয়া মঞ্চের সদস্য চিকিৎসক পবিত্র গোস্বামী বলেন, "তৃণমূলের বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে বোধিস্বত্ব মহাপাত্রের জন্যই এত বাড়বাড়ন্ত এই জাহির আব্বাসের।" 
প্রসঙ্গত বোধিস্বত্ব মজুমদার পাঁশকুড়ার ব্লক মেডিক্যাল অফিসার ছিলেন কয়েকমাস আগে পর্যন্ত। ডাক্তারি পাশ করার পরেই একেবারে নিজের ব্লকে পোস্টিং হয়েছিল তাঁর। যদিও নিজের নামে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বোধিস্বত্ব মহাপাত্র।
এদিকে হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা, দুর্নীতি, মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে এদিনও কর্মী বিক্ষোভে প্রায় অচল ছিল হাসপাতাল। কর্মীদের দাবি হাসপাতালের সুপার সবকিছুই জানতেন কিন্তু কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। কর্মীদের হুমকি, কাজ থেকে ছাঁটাই এর ভয় দেখানো সবটাই সুপারের মদতে হয়ে চলেছে। এই সুপারের অবিলম্বে অপসারণ চাই। 
বুধবার পাঁশকুড়ার পীতপুর বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট। সেখান থেকে মিছিল হয় হাসপাতাল পর্যন্ত। নির্দিষ্ট দাবিগুলির ভিত্তিতে ডেপুটেশন দেন বামফ্রন্টের নেতৃবৃন্দ। ছিলেন ইব্রাহিম আলি, মহাদেব মাইতি, রীতা দত্ত সহ অন্যান্যরা। এদিনের বিক্ষোভে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই ও এসএফআই’র কর্মীরাও শামিল ছিলেন।

Comments :0

Login to leave a comment