এই বছরে শেষ শারদ উৎসব। আজ বৃহস্পতিবার বিজয়া দশমী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে প্রতিমা বিসর্জনের পালা। উৎসবের শেষ দিন ঘিরে গঙ্গার ঘাটে ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা। খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, কুমোরটুলি, বাজাকদমতলা ঘাটে বেশি করে প্রস্তুতি রাখা হবে বলে এদিন কলকাতা পৌরসভা সূত্রে খবর পাওয়া গেছে। জানানো হয়েছে ক্রেন, লাইফবোট-সহ পর্যাপ্ত আলো ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তা থেকে সাফাই সব দিকেই জোর দেওয়া হয়েছে।
পৌরসভার দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় প্রায় সাড়ে তিন হাজার পুজো হয়, তার মধ্যে ২৫০টি বাড়ির পুজো। ১৮টি গুরুত্বপূর্ণ ঘাটে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়। এই কারণে নিরর্জনের ঘাটে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সুষ্ঠু নিরঞ্জনের লক্ষ্য কলকাতা পৌরসভা ও কলকাতা পুলিশ যৌথভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে।
বিসর্জনে তদারকির জন্য প্রতিটি ঘাটে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন। ঘাট চত্বরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও রয়েছে। রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। বিসর্জনের সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। গঙ্গায় টহলরত থাকবে রিভার ট্র্যাফিক পুলিশ। ড্রোন দিয়ে আকাশপথে নজরদারি চালানো হবে। বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। জল পুলিশের দপ্তরে একটি রেসকিউ টিম তৈরি থাকছে। সেখানে থাকছেন ডুবুরিও।
Durga Puja
বিসর্জনের প্রস্তুতিতে কড়া নিরাপত্তা গঙ্গার ঘাটে

×
Comments :0