Trump India Tariff

আমেরিকার পণ্যে আমদানি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব রেখেছে ভারত , দাবি ট্রাম্পের

জাতীয় আন্তর্জাতিক

নরেন্দ্র মোদী সরকার প্রস্তাব দিয়েছে যে কার্যত আমেরিকার পণ্যের ওপর কোনও আমদানি শুল্ক বসানো হবে না। 
কাতারের দোহায় ব্যবসায়িক মহলের সঙ্গে বার্তালাপে এমন দাবি করে বসলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। 
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে নিজের কৃতিত্ব জাহির করে বিতর্ক আগেই বাঁধিয়েছেন ট্রাম্প। এদিনও এমনই দাবি করেছেন তিনি। ভারত আগেই সে দাবি খারিজ করেছে। তার ওপর শুল্ক নিয়ে ট্রাম্পের দাবিতে একগুচ্ছ সংশয় তৈরি হয়েছে। 
ট্রাম্প এদিন শুল্ক আলোচনা সম্পর্কে বিশদ তথ্য দেননি। কিন্তু আমেরিকা শুল্ক যুদ্ধে নামার পর ভারতের মাথা ঝুঁকিয়ে চলা বিশ্বের নজর এড়ায়নি। কারণ কানাডা, মেক্সিকো, ইউরোপ এবং চীনের পালটা চাপে আমেরিকা চড়া শুল্ক বসানোর নীতি থেকে আপাতত সরে আসতে বাধ্য হয়েছে। ভারত। এমন কোনও পদক্ষেপ নেয়নি।
ট্রাম্প এদিনই দাবি করেছেন যে আইফোন নির্মাতা অ্যাপলের সিইও টম কুককে ভারতে কারখানা গড়তে বারণ করেছেন তিনি। 
ট্রাম্প বলেছেন, ‘‘কুকের সঙ্গে কথা হয়েছে। আমি বলেছি ভারত নিজেই নিজেরটা দেখে নিতে পারবে। ওখানে কারখানা খোলার দরকার নেই। কারখানা খুলতে হলে দেখতে হবে পণ্য যেন ভারতের বাজারের কথা ভবেই তৈরি হয়। 
ভারতের কয়েকটি সংবাদমাধ্যম যদিও রাতে দাবি করেছে যে ‘অ্যাপল’-র সূত্র তাদের বলেছে ভারতে প্রস্তাবিত প্রকল্প প্রসারের পরিকল্পনা বদলানো হয়নি। 
আমেরিকার আমদানিতে ভারতের চালু শুল্কের হার মোটেই চড়া নয় বলে জানাচ্ছে দেশের সংশ্লিষ্ট অংশ। আমেরিকার হিসেবে জারিজুরির অভিযোগও রয়েছে বলে জানাচ্ছে এই অংশ। 
সিপিআই(এম) বলেছে, ভারতে কৃষিপণ্যের বাজার এখন লক্ষ্য আমেরিকার। তাদের কৃষিপণ্য, ডেয়ারি পণ্য অবাধে ভারতের বাজারে রপ্তানি করতে চাপ দিয়ে চলেছে ভারতের ওপর। নরেন্দ্র মোদী সরকার মাথা ঝুঁকিয়ে চলেছে।

Comments :0

Login to leave a comment