সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুটি ব্লকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হয় দীর্ঘ মিছিল। বিক্ষোভকারীদের দাবি ছিল, পঞ্চায়েতে দুর্নীতিগ্রস্তদের শাস্তি, আবাস যোজনায় প্রকৃত গরিবদের ঘর, কাজ প্রভৃতি। দুটি জায়গাতেই অনেক মহিলা অংশগ্রহণ করেন। দুই জায়গাতেই পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা। লালঝান্ডায় ঢেকে যায় পথ, ব্লক দপ্তর।
মহিলা পুরুষরা দলবেঁধে দাসপুর ১ নম্বর বিডিও দপ্তরের গেটে সোমবার অবস্থান বিক্ষোভে বসেন সকাল ১০ টা থেকে। গত শনিবার শীতের রাতে নয়টা থেকে রাত একটা পর্যন্ত বালিপোতা মৌজার তেঁতুলতে ঘাটাল - মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান করে ছিল গ্রাম। পুলিশ প্রসাশন ও ব্লক প্রসাশন আলোচনার জন্য বিডিও দপ্তরে দেখা করতে বলেছিলেন। সোমবার পুরো গ্রাম ভেঙে শুকনো খাবারের পোঁটলা নিয়ে বিডিও দপ্তরে হাজির হয়। একটাই দাবি আমাদের পাট্টা জমি থাকা সত্বেও কেন জমি নেই অজুহাত দেখিয়ে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। পাট্টা জমির রেকর্ডের আবেদন পত্র জমা দেওয়ার ৮ বছর পার হলেও কেন সেই রেকর্ড দেওয়া হয়নি, আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত সহ তার বরাদ্দ করতে হবে ইত্যাদি। শীতে ত্রিপল টাঙ্গিয়ে বাস করা এমন পরিবারগুলি বলেন যতক্ষণ না এই দাবী সম্পূর্ণ হচ্ছে ততদিনই বিডিও দপ্তরের গেটে ত্রিপল টাঙ্গিয়ে তাঁরা অবস্থান করবেন দিন রাত। এমন ঘটনায় ব্লক দপ্তরে শোরগোল পড়ে যায়। পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্ষোভকারীদের কাছে আসার সাহস না পেয়ে পুলিশ ও বিডিও কে দিয়ে এই কর্মসূচী তুলে দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
দাসপুর-২নং ব্লকে সোনাখালি বাজারের বিদ্যুৎ দপ্তর সংলগ্ন স্থান থেকে মিছিল সহকারে বিডিও দপ্তর অভিমুখে অভিযান শুরু হয়। মিছিল যত এগিয়েছে গ্রাম থেকে মানুষের মিছিল এসে সামিল হয়েছে তত। মহিলাদের অংশগ্রহণ ছিল নজর কাড়া। মিছিলে সামিল হোন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, পার্টি নেতা সমর মুখার্জি সহ নেতৃবৃন্দ। বিডিও দপ্তরের মূল গেটে শিকল সহ তালা এবং কাঠ বাঁশের ব্যারিকেড সহকারে পুলিশ বাহিনীর ওয়াল দিয়ে জনগনের দাবিকে আটকাতে গেলে তীব্র জনরোষ তৈরী হয়। শতশত মানুষের গর্জনে নিমেষে সব ধরনের ব্যারিকেড, শিকল ভেঙে জনগণ বিডিও দপ্তর দখল নেয়। চলে ঘেরাও অবস্থান সহ বিক্ষোভ সভা।
মীনাক্ষী মুখার্জি বলেন, পুলিশ প্রসাশনকে বলবো চুরি আটকাতে পারেন না, জনগনের হাতে ধরা পড়া গাছ চোর, মাটি চোর, মিড ডে মিলের চাল চোররা ধরা পড়লেও তাদের গ্রেপ্তার করতে পারেন না। বিডিও দপ্তরে সেই চোরদের চেয়ারে বসিয়ে জামাই খাতির চলবে, আর প্রতিবাদী মানুষ দাবি জানাতে এলে তাদের আটকাবেন তা আর চলতে পারে না দাসপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি। সেই মাটির উত্তরসূরীরা আর সইবে না।
Daspur block villagers' protest
গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল দাসপুরের দুই ব্লক
×
Comments :0