GAZA GENOCIDE

গাজায় গণহত্যাই, রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট, দু’দেশে ১৬০ হানা ইজরায়েলের

আন্তর্জাতিক

বেইরুটে বসতি এলাকা ধসিয়ে দিচ্ছে ইজরায়েল। ঠিক গাজার ছকেই চলছে আগ্রাসন।

পরিকল্পনা করে দুর্ভিক্ষের মুখে ফেলে দেওয়া হয়েছে প্যালেস্তাইনের গাজার জনতাকে। পরিকল্পনা কেই বসত এলাকায় চলছে সামরিক আক্রমণ। গাজায় ইজরায়েলের আগ্রাসন মিলে যাচ্ছে গণহত্যার লক্ষণের সঙ্গে। 
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে তোলা এই অভিযোগকে আরও জোরালো করেই প্যালেস্তাইনের গাজা এবং পাশের দেশ লেবাননে বসতি এলাকায় দিনভর হামলা চালালো ইজরায়েল। 
শনিবার সারাদিনে দু’দেশের অন্তত ১৬০টি জায়গায় আঘাত করেছে ইজরায়েল। 
লেবাননের রাজধানী বেইরুটে এই নিয়ে পঞ্চম দিন টানা আঘাত চালালো ইজরায়েল। তাদের সেনা জানিয়েছে যে লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার রকেট পড়েছে সামরিক ঘাঁটিতে। কিন্তু লেবানন জানিয়েছে যে একের পর এক বসতি এলাকায় নিরস্ত্র মানুষের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। লেবাননের দক্ষিণে স্বাস্থ্যকর্মীরা নিহত হয়েছেন ইজরায়েলের হানায়। 
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েল সরকার প্রকাশ্যে সামরিক অভিযানকে সমর্থন করেছে। যে অভিযানের ঘোষিত লক্ষ্য ছিল জলের পাইপলাইন, হাসপাতাল ধ্বংস করা। বন্ধ করেছে ত্রাণের সরবরাহ। পরিকল্পনা করে দু্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে গাজার বাসিন্দাদের।

Comments :0

Login to leave a comment