CHINA USA TARIFF

ফের পালটা শুল্ক চীনের, লগ্নির বাজারে অস্থিরতার জন্য দায়ী করল আমেরিকাকে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক লগ্নির বাজারে অস্থিরতার জন্য আমেরিকাকে দায়ী করল চীন। এদিন আমেরিকার পণ্যে চীনও পালটা শুল্ক বসিয়েছে। 
আমেরিকার পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে চীন। এর আগে আমেরিকা দফায় দফায় মোট ১৪৫ শতাংশ শুল্ক বসিয়েছে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর। চীনের অর্থমন্ত্রক শুক্রবার বলেছে, আমেরিকা আন্তর্জাতিক বাণিজ্য বিধি অগ্রাহ্য করে চীনের পণ্য আমদানিতে শুল্ক বসিয়েছে অস্বাভাবিক হারে। চীনকে সঙ্গত কারণেই তার পালটা পদক্ষেপ নিতে হয়েছে। আমেরিকা একতরফা শাসানি এবং গা-জোয়ারি চালাতে চাইছে বিশ্বজুড়ে। 
চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙ এদিন বেজিয়ে বৈঠক করেছেন স্পেনের সফররত প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজের সঙ্গে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে দুই রাষ্ট্রনেতার আলোচনায় অবধারিত ছিল বাণিজ্য যুদ্ধের প্রসঙ্গ। এ উঠেওছে। শি পেড্রোকে বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের যৌথভাবে উচিত আমেরিকার একতরফা হুমকি নীতিকে রুখে দেওয়া। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি চীন এবং ইউরোপীয় ইউনিয়নের পালটা শুল্কের চাপে পিছাতে বাধ্য হয়েছে। অন্য দেশগুলির ওপর অস্বাভাবিক শুল্কের বোঝা আপাতত প্রত্যাহার করলেও চীনকে আক্রমণের প্রধান লক্ষ্য করেছে বাণিজ্য যুদ্ধে। অন্য দেশগুলিকেও চীনের বিপক্ষে শামিল করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।   
চীনের বিদেশমন্ত্রী ওয়াঙ ই সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘আমেরিকা কেবল নিজের স্বার্থে আন্তর্জাতিক বাণিজ্যের বিধি ভাঙছে। একতরফা শর্তে অন্যদের রাজি করাতে শুল্কের লাঠি নিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। বিশ্বময় লগ্নি বাজারে অস্থিরতা বাড়ছে। তার জন্য আমেরিকার এই নীতিই দায়ী।’’
চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো এই সদস্য এদিন বেজিয়ে বৈঠক করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি বা আইএইএ’র ডিরেক্টর জেনারেল রাফেল মারিয়ানো গ্রোসির সঙ্গে। 
সংবাদসংস্থা শিনহুয়া জানাচ্ছে যে চীনের পালটা শুল্ক বসানো সংক্রান্ত প্রশ্নেরও জবাব দিয়েছেন ওয়াঙ। তিনি বলেছেন, ‘‘বিশ্বের সব দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় দায়বদ্ধ চীন। সেই সঙ্গে নিজের সঙ্গত স্বার্থকে রক্ষা করার পক্ষেও অবস্থান নেবে।’’
ওয়াঙ জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে আমেরিকায় প্রতিনিধিদল পাঠাতে আগ্রহী চীন। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক বোঝাপড়া এবং আইনের ভিত্তিতে নিয়ন্ত্রিত হওয়ার দৃষ্টিভঙ্গি ফের জোরালো স্বরে তুলে ধরতে চায় চীন।

Comments :0

Login to leave a comment