Umar Khalid

জামিনের আবেদন প্রত্যাহার উমর খালিদের

জাতীয়

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ২০২৩ সালের মে মাস থেকে তাঁর বিরুদ্ধে বিচারাধীন দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলায় সুপ্রিম কোর্ট থেকে তাঁর জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।
বিচারপতি বেলা ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চের সামনে খালিদের আইনজীবী কপিল সিবাল বলেন, ‘‘পরিস্থিতি বদলেছে। আমরা জামিনের বিষয়টি প্রত্যাহার করতে চাই। আমরা নিম্ন আদালতে আমাদের ভাগ্য পরীক্ষা করব,’’ সিব্বল বলেছিলেন।
সেই অনুযায়ী বিচারপতিরা আবেদনটি প্রত্যাহার বলে খারিজ করে দেন। খালিদের জামিনের আবেদন ২০২৩ সালের মে মাস থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল এবং তখন থেকে ১২ বার এর শুনানি স্থগিত করা হয়েছিল।
দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন খালিদ। আইনজীবীরা বলছেন, ২০২২ সালের অক্টোবরে হাইকোর্ট থেকে জামিন নামঞ্জুর হওয়ার পর থেকে মামলার পরিস্থিতিতে পরিবর্তন এসেছে।

Comments :0

Login to leave a comment