SUJAN CHAKRABORTY

হিসেব দিতে অরাজি কেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন চক্রবর্তীর

রাজ্য

SUJAN CHAKRABORTY

রাজ্যের প্রাপ্যের দাবিতে বরাবর সরব বামপন্থীরা। কিন্তু হিসেব দিতে অরাজি কেন মুখ্যমন্ত্রী? কেনই বা কেন্দ্রের বঞ্চনা সম্পর্কে শ্বেতপত্র প্রকাশে নারাজ রাজ্য? মুখ্যমন্ত্রীর ধরনা সংক্রান্ত প্রশ্নে বুধবার এই প্রতিক্রিয়াই দিয়েছেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 

আরেক প্রশ্নে চক্রবর্তী বলেছেন, বিরোধীদের মধ্যে বিভাজনের চেষ্টা মানুষ ভালোভাবে নেবেন না।

মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এখন ওডিশায়। বৃহস্পতিবার বৈঠক রয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে চক্রবর্তী বলেন, ‘‘ধরা পড়ে গিয়েছে দিল্লির সরকার। সে কারণে বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হতে চাইছে না। বিরোধীদের ঐক্যবদ্ধ পদক্ষেপ দেখতে চাইছেন দেশবাসী। বিজেপি’র এজেন্ট হয়ে বিরোধী বোঝাপড়ায় ভাঙনের চেষ্টা মানুষ মেনে নেবেন না।’’ 

মার্চের ২৯ ও ৩০ ধরনায় বসার ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসবেন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে। 

এই প্রসঙ্গে চক্রবর্তী বলেছেন, ‘‘বামপন্থীরা বরাবর রাজ্যের প্রাপ্যের পক্ষে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করে এসেছে বরাবর। কিন্তু এ রাজ্যে বঞ্চনা যেমন হয়েছে তার চেয়ে বেশি লুটও হয়েছে। রাজ্যের পাওনা ঠিক কত? কেন্দ্র কত টাকা দিয়েছে? তার মধ্যে রাজ্য কত টাকার হিসেব দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করে এই তথ্য জানানোর দাবি তুলছে সিপিআই(এম)। কিন্তু তা প্রকাশ করা হয়নি।’’

চক্রবর্তীর সংযোজন, ‘‘হিসেব দিতে চান না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারের হিসেব পরীক্ষা করে। বিরোধীদের কাউকে না রেখে এই কমিটির মাথায় নিজের পছন্দের লোক বসিয়ে রাখেন। কমিটিকে ঠুঁটো করে রাখা হয়েছে এ রাজ্যে।’’ 

চক্রবর্তী মনে করিয়েছেন, দীর্ঘ এগারো বছরে তৃণমূল কংগ্রেস সরকার বামপন্থীদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর নিজেরা সমাজের প্রতিটি ক্ষেত্রকে কলুষিত করছে। 

মঙ্গলবারই বীরভূমের বগটুইয়ের সভা থেকে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও ফের শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন। সিপিআই(এম)’র বক্তব্য, কেন্দ্র এবং রাজ্য –উভয় সরকারকেই শ্বেতপত্র প্রকাশ করে জনগণের অর্থ বরাদ্দ এবং খরচের হিসেব দিতে হবে।

Comments :0

Login to leave a comment