Women's World Cup 2025

শর্নার বল, রুবিয়ার ব্যাটে জিতল বাংলাদেশ

খেলা

গ্রুপের প্রথম খেলায় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে অভিযান শুরু বাংলাদেশের। 
মারুফা আখতার, নাহিদা আখতার ও শর্না আখতার। তিন বাংলাদেশি বোলারের জন্য পাকিস্তান ১২৯ রানে অল আউট হয়ে যায়। রামিন শাহিন (২৩) ও অধিনায়ক ফাতিমা শানা (২২) ছাড়া কুড়ির কোঠায় কেউ রান করতে পারেননি। 
শর্না (৩.৩-৩-৫-৩) অনবদ্য বোলিং করেন। নাহিদা ১৯ রানে ২ উইকেট নেন। মারুফা নেন ৩১ রানে ২ উইকেট। 
বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথমে খুব সুবিধা করতে পারেনি। ১০ ওভারে ১ উইকেটে ২৩ রান ওঠে।। ডায়না বেগ আটকে রেখেছিলেন একটা দিক। সেই সময় তাঁর বোলিংয়ের হিসেব ছিল ৫-৩-৫-১। এরপর ১২ ওভারে ৩৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত রুবিয়া হায়দার (অপরাজিত ৫৪), নিগার সুলতানা (২৩) ও শোভনা মোস্তারি (অপরাজিত ২৪) মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে আনেন। বাংলাদেশ ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৩১ তুলে নেয়।

Comments :0

Login to leave a comment