গামলা বাঁচাতে জলে ডুবে গেল এক যুবক। উৎসবের মুখে আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জলপাইগুড়িতে। শুক্রবার ভোরে করলা নদীতে ভেসে গেল এক যুবক। গামলা বাঁচাতে জলে ডুবে গেছে ওই যুবক বলে জানা গেছে স্থানীয় সুত্রে। জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা রায়কত পাড়ার কৃষ্ণা রজক করলা নদীতে নেমে কাপড় জামা ধুচ্ছিলেন। নিখোঁজ যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি মূলত ধোপার কাজে যুক্ত ছিলেন। করলা নদীতে জল প্রচুর থাকার জন্য সেই জলের তার গামলাটি নদীতে ভেসে যায়। আর তাঁকে বাঁচাতেই জলে ডুবে যায় সে। এই ঘটনা জানাজানি হতেই জেলা প্রশাসন, দোমকল , সিভিল ডিফেন্স সহ স্থানীয়রা ছুটে আসেন। ডুবে যাওয়া যুবককে উদ্ধারের জন্য নদীতে নামানো হয় সিভিল ডিপেন্স এর বোর্ড। খবর লেখা পর্যন্ত এখন পর্যন্ত সেই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবুঘাট,কিং সাহেবের ঘাট সহ অন্যান্য ঘাটের জলেজোরদার চলছে খোঁজাখুঁজির কাজ। নদীর পাড়ের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী নদীর জল বেশি থাকার কারণে ওই যুবকের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না এর আগে জলে ডুবে মৃত্যুর ঘটনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে জল কমলে হয়তো ভেসে উঠবে মৃতদেহ।
Jalpaiguri
নদীতে কাপড় পরিষ্কার করতে গিয়ে ডুবে গেল যুবক

×
Comments :0