উত্তরপ্রদেশে ‘ডবল ইঞ্জিন’ সরকারকে নিশানা কংগ্রেসের। মঙ্গলবার, ৯ এপ্রিল কংগ্রেস অভিযোগ করেছে যে উত্তরপ্রদেশে বিজেপির ‘‘ডবল ইঞ্জিন’’ সরকার যুবকদের ‘‘বিভ্রান্তিতে পাঠিয়ে দিয়েছে’’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যে তাদের ‘‘দুর্দশার’’ জবাব দিতে বলেছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পিলিভিটে জনসভার আগে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তাঁকে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘‘আজ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে রয়েছেন, সেই রাজ্যে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার যুবদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। উত্তরপ্রদেশের যুব সমাজের দুঃখ-দুর্দশার জবাব দিতে প্রধানমন্ত্রী হয়তো তাঁর কিছুটা সময় কাজে লাগাতে পারেন।
তিনি বলেন, গত বছর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আগামী তিন-চার বছরে রাজ্যে ২ কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবেন। মনে রাখতে হবে, এই একই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে একবার দিয়েছিলেন। আমরা জানি এর পরের বছরগুলোতে রেকর্ড বেকারত্ব এবং বৃদ্ধি তলানিতে। এই প্রতিশ্রুত ২ কোটি কর্মসংস্থানের জন্য গত এক দশকে প্রধানমন্ত্রী এবং তাঁর সহযোগীরা কী করেছেন’’? রমেশ বলেছেন।
তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর সহযোগীরা কেন এখন সেই একই প্রতিশ্রুতি দিচ্ছেন, যা পূরণে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন?
কংগ্রেসের যুব ন্যায় গ্যারান্টির মধ্যে রয়েছে ৩০ লক্ষ সরকারি চাকরি এবং সমস্ত স্নাতক ও ডিপ্লোমাধারীদের এক বছরের শিক্ষানবিশের গ্যারান্টি।
General Election 2024
উত্তরপ্রদেশে ‘ডবল ইঞ্জিন’ সরকারকে তোপ কংগ্রেসের
×
Comments :0