Train

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করলো এক শিশু

রাজ্য

শতাধিক মানুষের প্রাণ বাঁচালো পঞ্চম শ্রেণির এক ছাত্র। নাম মুরসালিম। শনিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে এখন সে সবার কাছে 'হিরো'। রেললাইনের নিচে মাটি সরে গিয়ে খাল হয়েছিল। সেটি আচমকা দেখতে পায় মুরসালিম। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সতর্ক করার জন্য নিজের গায়ের লাল টি-শার্ট খুলে ওড়াতে ওড়াতে দৌড়ে যায় সে। তার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কড়িয়ালির। 
ছোট্ট শিশুটির এই কাজের প্রশংসা করে ফেসবুক পোস্ট করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। গোটা ঘটনার বিবরন দিয়ে সেলিম লিখেছন, ‘‘মুরসালিম‌কে তার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জন্য কুর্নিশ জানাই’’।

Comments :0

Login to leave a comment