অজয় মাকেনের বিরুদ্ধে কংগ্রেস যদি কোন পদক্ষেপ না নেয় তবে ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হোক কংগ্রেসকে। বৃহস্পতিবার এমনই দাবি তুললো আপ।
আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী দাবি করেছেন যে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির যাতে সুবিধা হয় তার জন্য কাজ করছে কংগ্রেস। সঞ্জয় বলেন, ‘‘বিজেপির যাতে সুবিধা হয় তার জন্য কাজ করে যাচ্ছে দিল্লি কংগ্রেস। অজয় মাকেন বিজেপির কথায় আপকে আক্রমণ করছে, বিজেপির অনুকুলে কথা বলছেন। গতকাল তিনি সব সীমা পার করে আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দেশদ্রোহী বলেছেন।’’
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আলাদা লড়ছে আপ এবং কংগ্রস। লোকসভা নির্বাচনে দুই দলের নেতাকে একে অপরের হয়ে দিল্লি ছত্তিশগড়ে প্রচারও করতে দেখা গিয়েছে।
সঞ্জয় বলেন, ‘‘কেজরিওয়াল কংগ্রেস প্রার্থীর সমর্থনে লোকসভা নির্বাচনে দিল্লি এবং ছত্তিশগড়ে প্রচার করেছেন। সংসদের অভ্যন্তরে বিভিন্ন বিষয় আপ কংগ্রেসকে সমর্থন দিচ্ছে এই পরিস্থিতিতে কি ভাবে তারা আমাদের দলের শীর্ষ নেতাকে দেশদ্রোহী বলতে পারেন?’’
হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আপ দাবি করে যে তারা জোট করতে চাইলেও কংগ্রেসের সদিচ্ছা না থাকায় কোন জোট হয়নি। দলীয় নেতৃত্বের কথায় ওই নির্বাচনে তারা আলাদা লড়াই করলেও কংগ্রেস নেতৃত্বের সম্পর্কে কোন আপত্তিকর কথা তারা বলেননি।
সঞ্জয় সিং স্পষ্ট বলেন ২৪ ঘন্টার মধ্যে কংগ্রেস হাইকমান্ড যদি অজয় মাকেনের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয় তবে তারা ইন্ডিয়া মঞ্চের অন্যান্য দল গুলোর কাছে আবেদন জানাবে কংগ্রেসকে এই বিরোধী ঐক্য থেকে বহিষ্কার করার জন্য।
মুখ্যমন্ত্রী অতিশী বলেন, ‘‘কংগ্রেস কোন জায়গায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে না। আপ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হচ্ছে।’’
বুধবার কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে একটি শ্বেতপত্র প্রকাশ করে। যাতে তারা কেন্দ্রের বিজেপি এবং দিল্লির আপ সরকারের বিভিন্ন খামতির কথা তুলে ধরেছে।
গতকালের অনুষ্ঠানে মাকেন বলেন, ‘‘যদি কোন এক কথায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেজরিওয়ালকে বনর্ণা করতে হয় তাহলে তা হচ্ছে ফারজিওয়াল। গোটা দেশে মিথ্যাচারের শিরোমণি যদি কেউ হয় থাকে তাহলে তা হচ্ছেন কেজরিওয়াল। তাই এই শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে কেন্দ্রীর বিজেপি এবং দিল্লির আপ সরকারের বিরুদ্ধে।’’
AAP
কংগ্রেসকে ‘ইন্ডিয়া’ থেকে বহিষ্কারের দাবি তুললো আপ
×
Comments :0