কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে বিজেপি নেতা অমিত শাহের পদত্যাগের দাবিতে ৩০ ডিসেম্বর দেশজুড়ে একযোগে বিক্ষোভ দেখাবে পাঁচ বামপন্থী দল।
সোমবার সিপিআই(এম), সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল) লিবারেশন যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছে।
রবিবার দিল্লিতে বৈঠক করেছিলেন বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ। এদিন তারা জানিয়েছেন এক দেশ এক ভোট নীতির বিরুদ্ধেও দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালাবে বামপন্থী দলগুলি। বিবৃতিতে বলা হয়েছে এক দেশ এক ভোটের নীতি গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত রাজ্য বিধানসভা গুলিকে জনগণ যে ক্ষমতা দিয়েছে তা খর্ব করার ব্যবস্থা হচ্ছে।
রাজ্যসভায় আলোচনায় বি আর আম্বেদকর সম্পর্কে অবমাননা কর মন্তব্য করেছিলেন অমিত শাহ। যৌথ বিবৃতিতে তার স্মরণ করিয়ে বলা হয়েছে দেশজুড়ে এই মন্তব্যের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। কিন্তু কিন্তু অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দায়িত্ব নিতে নারাজ। ক্ষমা চাইতে নারাজ। অমিত শাহের পদত্যাগের দাবিতেই ৩০ ডিসেম্বর হবে বিক্ষোভ।
শীতে নির্বাচনী পরিচালনা বিধি সংশোধনের প্রয়াসের বিরোধিতা করা হয়েছে। মোদি সরকার বিধিতে সংশোধন এনে সিসিটিভি ক্যামেরার ফুটেজের মতন বৈদ্যুতিন নথি দেখার অধিকার কেড়ে নিতে চাইছে।
বিবৃতিতে বলা হয়েছে রাজনৈতিক এবং জনতার জীবন জীবিকার সমস্যা ঘিরে যৌথ আন্দোলনে জোর দেবে পাঁচ বামপন্থী দল। জাতীয় স্তরে নিয়মিত বৈঠক হবে। যৌথ কর্মসূচি ও চলবে দেশজুড়ে। বামপন্থীদের বিকল্প নীতি জনতার কাছে তুলে ধরার প্রয়াস জোরালো করা হবে।
বিবৃতিতে সই করেছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য এবং কোর্ডিনেটর প্রকাশ করা, সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা, ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবরাজন এবং সিপিআই (এম এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
Left
অমিত শাহের পদত্যাগের দাবিতে ৩০ ডিসেম্বর দেশজুড়ে বিক্ষোভ বামপন্থীদের
×
Comments :0