Kamarhati

জল সরবরাহের জায়গায় ইট-বালির ব্যবসা, বেনিয়মের অভিযোগ কামারহাটিতে

জেলা

পূর্ব বেলঘরিয়ার যতীন দাস নগরে পৌরসভার পানীয় জল সরবরাহের স্থান টিন দিয়ে ঘিরে চলছে ব্যবসা।

পৌরসভার পানীয় জল সরবরাহের জন্য নির্দিষ্ট জায়গা। সেখানেই ইমারতি দ্রব্য সরবরাহের ব্যবসা চলছে। ‘সাপ্লাই’ হচ্ছে বহু তল নির্মাণে।
কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে এই বেনিয়মের অভিযোগ উঠেছে। এই ওয়ার্ডেই সরকারি জমিতে ঘরবাড়ি তৈরি করে বিক্রির অভিযোগও উঠেছে।
কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বেলঘরিয়ার যতীন দাস নগরে এই কারবার চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
এই ওয়ার্ডেরই বান্ধব নগরে সরকারি জমিতে ঘর বাড়ি তৈরি করে বিক্রির অভিযোগ উঠেছে। এই ওয়ার্ডে তৃণমূলের পৌর প্রতিনিধির বাহিনী ভয় দেখিয়ে এসব বেনিয়ম চালাচ্ছে বলে অভিযোগ। এলাকার মানুষজন ভীতসন্ত্রস্ত। এমনকি তৃণমূল কর্মীরাও পর্যন্ত প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেন না বলে অভিযোগ। জানা গেছে, কামারহাটির পৌর প্রধানের কাছে বিস্তারিতভাবে অভিযোগ জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment