ফের একবার লালিগা খেতাব জিতল বার্সিলোনা। এই নিয়ে ২৮বার স্পেনের সেরার মুকুট পেল কাতালানরা। শুক্রবার রাতে এস্পেনিয়লকে ২-০ গোলে হারাল বার্সিলোনা। ৫মিনিটে লামিন ইয়ামাল ও ৯৫মিনিটে ফার্মিন লোপেজের গোলে জয় পেল বার্সিলোনা। ২৬ম্যাচে ৮৫পয়েন্ট নিয়ে ২ম্যাচ বাকি থাকতেই শিরোপা অর্জন করল হ্যান্সি ফ্লিকের দল। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। অর্থাৎ বাকি দুই ম্যাচে রিয়াল জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮৪ এবং বার্সিলোনা হেরে গেলেও তারা থাকবে ৮৫তেই। তাই ২ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সিলোনা। এই মরশুমে ফ্লিক যখন বার্সিলোনার দায়িত্ব নিয়েছিলেন। তখন অতি বড় বার্সা সমর্থকও আশা রাখেননি কোনো। কারন ফ্লিকের জার্মান স্টাইলের ফুটবল দর্শনের সঙ্গে স্প্যানিশ বার্সিলোনা কতটা খাপ খাওয়াতে পারবে তা নিয়ে সংশয় ছিল অনেকেরই মনে। জার্মানিতে একটু পাওয়ার ফুটবলের উপরেই জোড় দেওয়া হয় বেশি। ফ্লিক তার দলকে বরাবরই একটু হাই লাইন ডিফেন্সই খেলানো পছন্দ করেন। বায়ার্নকেও তিনি খেলাতেন এই একই ট্যাকটিক্সে। কিন্তু প্রথম মরসুমেই স্প্যানিশ সুপার কাপ , লালিগা এবং কোপা দেল রে জিতে ' ত্রিমুকুট ' দিলেন হ্যান্সি ফ্লিক। এই মরশুমে ইয়ামালকে নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি। মাত্র ১৭বছরের এই স্প্যানিশ উইঙ্গার ঘুম কেড়ে নিচ্ছেন বড় ডিফেন্ডারদেরও। এছাড়াও রাফিনহা , পেড্রি , গাবিরাও রয়েছেন। রক্ষণে নেতৃত্ব দিচ্ছেন কুবরাসি , কুন্ডেরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এই মরশুমে তারা হারিয়েছে মোট ৪বার। একটুর জন্য হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। তাই পরের মরশুমে সেই ট্রফিকেই টার্গেট করবেন হ্যান্সি ফ্লিক। পরের মরশুমে রিয়াল মাদ্রিদে জাভি আলোন্সোর অধীনে খেলবেন এম্ব্যাপে , ভিনি , বেলিংহ্যাম , আর্নল্ডরা। ফলে এই দুই স্প্যানিশ জায়ান্টের লড়াই হবে বেশ হাড্ডাহাড্ডি।
LALIGA
২৮তম খেতাব জয় বার্সার

×
Comments :0