মহাসাগরের পথ হারিয়ে ঘোড়ামারা দ্বীপের চরে নীল তিমির বাচ্চা! স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রাণ বাঁচলো তার। পথভ্রস্ট তিমিকে তাঁরা ফিরিয়ে দিলেন জলে। তিমির প্রাণ বাঁচাতে পেরে খুশি তাঁরা। সাগরের ঘোড়ামারা দ্বীপের বাগপাড়া গ্রামের কাছে সোমবার নদীর চরে দেখা মেলে তিমিটির। নদীর জল থেকে বেশ খানিকটা দূরে চরে তিমিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে ফের নদীর জলে ফিরিয়ে দেন। নীল তিমির এই বাচ্চা মহাসাগরের পথ হারিয়ে সমুদ্রের জল পেরিয়ে কিভাবে হুগলি নদীর জলে ঘোড়ামারার চরে এসে পৌঁছলো জানেন না তাঁরা। তবে তাঁদের কথায়, নীল তিমির এই প্রজাতির বাস মহাসাগরে।** ফটো ক্যাপশন — এভাবেই জলে তিমিকে ফিরিয়ে দিলেন ঘোড়ামারা দ্বীপের বাসিন্দারা।
Blue Whale Found
পথভ্রস্ট নীল তিমি ঘোড়ামারা দ্বীপের চরে
×
Comments :0