রাজ্যের শিক্ষা থেকে শিল্প, বাংলার ঐক্য-সম্প্রীতি-ভাষা, বাংলাকে বাঁচাতে হলে বুদ্ধদেব ভট্টাচার্যের ভাবনাকে বাস্তবায়িত করতে হবে। শুক্রবার কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন কলকাতায় মুজফ্ফর আহ্মদ ভবনে আবদুল হালিম সভাকক্ষে হয়েছে স্মরণ অনুষ্ঠান। স্মৃতিচারণ করেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু এবং সূর্য মিশ্রও। কথার সঙ্গে হয়েছে গান। স্মরণসভায় ছিলেন পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, নীলোৎপল বসু সহ পার্টি নেতৃবৃন্দ।
সেলিম বলেছেন যে আঠারো বছরে ভোটাধিকারের লড়াইয়ে যুব আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব দিয়েচিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ প্রান্তিক, বঞ্চিত অংশের ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে এসআইআর’র মাধ্যমে। তার বিরুদ্ধে লড়াই গড়ে শ্রদ্ধা জানাতে হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে।
উল্লেখ্য, বিহারের পরে বাংলাতেও চালু হচ্ছে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর। বিহারে খসড়া তালিকায় ৬৫ লক্ষ ভোটদাতার নাম বাদ গিয়েছে। তাঁদের তালিকা জমা দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনকে দিয়েছে সুপ্রিম কোর্ট। কমিশন সুপ্রিম কোর্টের পরামর্শ উপেক্ষা করে বৈধতা বিচারের নথির তালিকা থেকে বাদ রেখেছে আধার, রেশন ভোটার কার্ডের মতো নিত্য ব্যবহারের নথি। এসআইআর প্রক্রিয়া ঘিরে তুমুল অস্বচ্ছতার প্রতিবাদ কেবল বিহার নয়, ধ্বনিত হচ্ছে দেশের সংসদেও।
সেলিম বলেন, ‘‘এই বাংলাকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের মেধা, যৌবনের শক্তি রাজ্যকে গড়ে তুলতে নিয়োজিত যাতে হতে পারে তার চেষ্টা করেছিলেন। সে সময়ে তাঁর প্রয়াস সম্পর্কে সন্দিহান ছিলেন যাঁরা আজ তাঁদের অনেককে দেখলাম সমর্থন করছেন।’’ সেলিম বলেন, ‘‘তাঁর এই প্রয়াসের পিছনে ব্যক্তিস্বার্থ ছিল না, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছিল না।’’
গত বছর ৮ আগস্ট প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। ১২ সেপ্টেম্বর প্রয়াত হন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন সেলিম জানান যে দু’জনকে স্মরণেই প্রবন্ধ প্রতিযোগিতা হবে বিভিন্ন ভাষাতেই। সেলিম বলেন, ‘‘কেবল বাংলা নয়, অন্য ভাষাতেও প্রবন্ধ লিখতে পারেন। আজকে চিন্তার কন্ঠরোধ করা হচ্ছে। মুক্ত চিন্তা আক্রান্ত। নিজের মত জানাতে পারবেন প্রবন্ধে।’’
বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করে সেলিম বলেন, ‘‘তিনি নতুন প্রজন্মকে নিয়ে ভেবেছেন, তাদের উৎসাহ দিয়েছেন।’’ সেলিম বলেন, ‘‘এ রাজ্যকে বাঁচাতে হলে, তাঁর ভাবনাকে বাস্তবায়িত করতে হলে, তাঁর স্বপ্নকে রূপায়িত করতে হলে, আমাদের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, শিল্প বা আমাদের সম্প্রীতি, ঐক্য, ভাষা- এই সব কিছুকে যদি নতুন করে গড়ে তুলতে হয়, এই বাংলা যদি বাঁচাতে হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরও আমাদের বলতে হবে ‘বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে’।’’
সেলিম স্মৃতিচারণে যুবনেতা বুদ্ধদেব ভট্টাচার্যকেও স্মরণ করেছেন। তিনি বলেছেন, ‘‘ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সমর্থনে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছিল। তারই অংশ হিসেবে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন। কৃষকের লড়াই, খেটে খাওয়া মানুষের লড়াই, ভূস্বামীদের হারিয়ে কৃষকের বাড়িতে শস্য পাওয়ার লড়াইয়ে যুক্ত হয়েছেন। বেকারের কাজের সাংবিধানিক স্বীকৃতির লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন যুব আন্দোলনে। দীনেশ মজুমদারের সহকর্মী হিসেবে যুব আন্দোলনকে অনেকদূর এগিয়ে দিয়েছিলেন।
আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় নতুন কৌশলে অনেক কষ্ট সহ্য করে আন্দোলন সংগ্রামের কাজ করেছেন। আজকে আবার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যুব ফেডারেশন আঠারো বছরে ভোটাধিকারের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে সবচেয়ে বঞ্চিত, প্রান্তিক অংশের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আজকে সেই লড়াই এগিয়ে নিতে হবে তাঁকে স্মরণ করে।’’
সেলিম এদিন জানিয়েছেন, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমিউনিস্ট নেতা ভিএস অচ্যুতানন্দনের স্মরণসভা হবে ৩১ আগস্ট। থাকবেন পার্টির সাধারণ সম্পাদক এমএ বেবি। শনিবার আরজি করে চিকিৎসক হত্যায় প্রকৃত অপরাধীদের ধরার দাবিতে ‘কালীঘাট চলো’ কর্মসূচি। সেই হত্যাকাণ্ডেরও এক বছর ৯ আগস্ট। এই কর্মসূচিতে সব অংশকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
Buddhadev Bhattacharya
এসআইআর’র চক্রান্ত রুখে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর আহ্বান সেলিমের
×
Comments :0