MD SALIM

আর জি কর : ২১ নভেম্বর সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআই(এম)’এর

রাজ্য

‘আর জি কর ঘটনার তদন্ত হোক আইন মেনে, লাইন মেনে নয়।’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২১ নভেম্বর সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিল সিপিআই(এম) রাজ্য কমিটি। শুক্রবার মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আগামী ২১ নভেম্বর ১০০ দিন পুরন হচ্ছে সিবিআই আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত ভার নেওয়ার। ওই দিন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করা হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ওই দিন বাংলার আন্দোলন সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। আজাদ হিন্দ বাহিনীর গ্রেপ্তারির প্রতিবাদ জানাতে গিয়ে ১৯৪৫ সালের ২১ নভেম্বর কলকাতায় পুলিশের গুলিতে মৃত্যু হয় রামেশ্বর ব্যানার্জি এবং আব্দুল সালাম নামে দুজন স্বাধীনতা সংগ্রামীর।’’

এদিন সেলিম জানিয়েছেন মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক বিষয়কে সামনে রেখে নভেম্বর-ডিসেম্বর মাস জুড়ে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করবে সিপিআই(এম)। এই সময়কালে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়েও চলবে আন্দোলন। 

শুক্রবার সেলিম অভিযোগ করেন রাজ্য পুলিশের পক্ষ থেকে এক্স (পূর্বের টুইটার) কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল তার এক্সহ্যান্ডেল বন্ধ করে দেওয়ার জন্য। কারণ হিসাবে দেখানো হয়েছিল যে আর জি কর কাণ্ড নিয়ে তিনি অনৈতিক পোস্ট করছেন। এক্স কর্তৃপক্ষের তরফ থেকে করা একটি মেইল প্রকাশ করে সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘‘এক্স কর্তৃপক্ষের তরফ থেকে মেইল করে আমাকে জানানো হয় যে পুলিশ আমার এক্স হ্যান্ডেল বন্ধ করে দিতে বলেছে। কিন্তু এক্স কর্তৃপক্ষ আমার কোন পোস্ট অনৈতিক বলে মনে করেনি তা তারা মেইল করে জানিয়েছে। তার সাথে জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পুলিশের করা আবেদনের বিরুদ্ধে।’’ রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘যোগী এবং মোদী যা করছে এরাজ্যের সরকারও একই কাজ করছে। তারা চাইছে প্রতিবাদের কন্ঠ বন্ধ করে দিতে। সামাজিকমাধ্যমে পোস্টের ভিত্তিতে এই সময় কালে বহু মানুষকে হেনস্তা করা হয়েছে। তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যা সম্পূর্ন ভাবে বেআইনি।’’

ট্যাব কেলেঙ্কারির প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, ‘‘মাথা যুক্ত না থাকতে পারলে এই ধরনের কাজ কখনও হতে পারে না। এই সরকারের কোন নিয়ন্ত্রণ নেই দুর্নীতির ওপর। বিভিন্ন প্রকল্পের টাকা চুরি করে তা পাচার করা হচ্ছে।’’ 

Comments :0

Login to leave a comment