সাত দিনে মহারাষ্ট্রের দাহানু কেন্দ্রে ২১টি জনসভা করবে সিপিআই(এম)। আদিবাসী সংরক্ষিত এই আসনে সিপিআই(এম) প্রার্থীকে সমর্থন জানিয়েছে রাজ্যের বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি। দাহানু সিপিআই(এম)’র বরাবরের শক্ত ঘাঁটি।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) দাহানু, কালওয়ান এবং সোলাপুর সিটি সেন্ট্রাল এই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দাহানু কেন্দ্রে গতবারও জয়ী হয় সিপিআই(এম)। সমাবেশ এবং নির্বাচনী কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো থেকেছে। ভোটারদের কাছে যাচ্ছেন তাঁরা। একধিক সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত সহ মহা বিকাশ আঘাড়ির নেতৃবৃন্দ। আদিবাসী সংরক্ষিত আসন দাহানু থেকে ফের সিপিআই(এম) প্রার্থী করেছে বিধায়ক বিনোদ নিকোলকে।
সিপিআই(এম) তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে দাহানুতে মোট ২১ টি জনসভা অনুষ্ঠিত করা হবে। শুধু জনসভা নয় গোটা ডাহানু বিধানসভা জুড়ে একাধিক গ্রামীণ সভাও সংগঠিত করা হচ্ছে। সারা ভারত কিসান সভার সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালে সহ এসএফআই ডিওয়াইএফআই সহ বামপন্থী সংগঠনগুলিও প্রচারের কাজ করছে।
দাহানু বিধানসভায় দীর্ঘদিন ধরে সিপিআই(এম) জয়ী হয়ে আসছে। ১৯৭৮ সাল থেকে সিপিআই(এম) প্রার্থীরা দশবারের মধ্যে নয় বার জয় লাভ করেছেন। এই জয়ের পিছনে আছে ঐতিহাসিক আন্দোলনের পটভূমি। ওয়ারলি আদিবাসী বিদ্রোহের (১৯৪৫-১৯৪৮) কেন্দ্রস্থল এই দাহানু অঞ্চল। কিংবদন্তী কমিউনিস্ট নেত্রী গোদাবরী পারুলেকর ছিলেন ওয়ারলি বিদ্রোহের নেত্রী।
সেই বিদ্রোহে বামপন্থীরা এই অঞ্চলের মানুষকে সংগঠিত করে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে। শোষণের বিরুদ্ধে সংগ্রামের উত্ততরাধিকার বয়ে চলেছে লাল ঝাণ্ডা। আদিবাসীদের বনাঞ্চলে জমির অধিকারের দাবিতে আন্দোলন এবং পদযাত্রা সারা দেশকে চমকে দিয়েছিল। সংগ্রামের বার্তা নিয়েই দাহানুতে লড়ছে সিপিআই(এম)।
maharashtra assembly elections
সংগ্রামের ঐতিহ্য বয়ে দাহানুতে প্রচারের ঝড় লাল ঝাণ্ডার
×
Comments :0