Birati Waterlogging Protest

জমা জলে শিশুর মৃত্যু, বিক্ষোভ বিরাটিতে

জেলা

বিরাটিতে বিক্ষোভ ছাত্র-যুব-মহিলাদের। ছবি: অভিজিৎ বসু

গতকাল পাঁচ মাসের একটি কন্যা সন্তান জলে পড়ে মৃত্যু হয় উত্তর দমদম পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড বিরাটি দেবীনগরে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। নিকাশি দুর্বল। জলমগ্ন অবস্থায় দিন কাটাতে হচ্ছে মানুষকে। 
নিকাশি ব্যবস্থা এবং রাস্তার উন্নয়নের দাবিতে ডিওয়াইএফআই, এসএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এমবি রোড বিরাটি ব্রিজের মুখে পথ অবরোধ করে। (দেখুন ভিডিও)
এমবি রোড সহ বিভিন্ন রাস্তার ভগ্ন দশা।  দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দাবি উঠেছে রাস্তা সারানোরও।
পথ অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিমতা থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে বিতণ্ডা হয়। বৃষ্টির মধ্যেই প্রায় আধ ঘন্টার ওপর এই পথ অবরোধ চলে। 
এদিকে পূর্ব বেলঘড়িয়া এরিয়া কমিটি পক্ষ থেকে জলমগ্ন নন্দননগরে ‘দুয়ারে নৌকা’ ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায়। 
উল্লেখ্য, শনিবার বিরাটি দেবীনগর এলাকায় বাড়িতে জমা জলে পড়ে মৃত্যু হয় পাঁচ মাসের এক শিশু কন্যার। গোটা এলাকায় শোকের ছায়া। গোটা এলাকা জলমগ্ন। প্রায় কোমর জল গোটা এলাকায়। নিকাশের বেহাল অবস্থা।

Comments :0

Login to leave a comment