পরবর্তী সময় সিআইটিইউ’র নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিকা শ্রমিকরা ধারাবাহিক ভাবে এক বছর ধরে আন্দোলন চালিয়ে যান। কখনও রাত জেগে অবস্থান তো কখনও গেটের সামনে বিক্ষোভ। নিজেদের হকের দাবি ছিনিয়ে নিতে ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যান তারা।
উল্লেখ্য সিআইটিইউ নেতৃত্ব যখন শ্রমিকদের বেতনের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দারস্থ হয়েছে তখন তারা ঠিকাদার সংস্থার ঘাড়ে সব কিছু ঠেলে দিয়েছে। আবার ঠিকাদার সংস্থার কাছে গেলে তারা দায় ঠেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে। তবে কর্মীদের লাগাতার আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ঠিকাদার সংস্থা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Comments :0